সুনামগঞ্জে নৌকা ডুবিতে তিন-ভাই বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের মাজ বাড়ির সোহেল মিয়ার মেয়ে ফারজানা(১৩) ও মারজানা( ৮) ও ছেলে রবিন(৪)।
রোববার(২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের পাশে এঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বসতঘর থেকে ছোট্ট ডিঙ্গি নৌকা দিয়ে সুনামগঞ্জ-সিলেট সড়কে উঠতে যাচ্ছিল তিন ভাই-বোন। এসময় মধ্যবর্তী ডোবা পারপার করতে গিয়ে ঝড়-বৃষ্টির কবলে পড়ে নৌকা ডুবিতে নিখোঁজ হয়। খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসেরকর্মীরা গ্রামবাসীদের নিয়ে প্রায় এক ঘন্টা অভিযান চালিয়ে তিন ভাই-বোনকে উদ্ধার করে। এ ঘটনায় গোবিন্দপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।