শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ

সুনামগঞ্জ প্রতিনিধি
  • শনিবার, ২২ জুলাই, ২০২৩, ৯:২৬ পিএম

সুনামগঞ্জ স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এডভোকেসি কৌশল ও স্বাস্থ্য অধিকার ফোরামের ভূমিকা শীর্ষক দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ জুলাই) ইরার সভা কক্ষে জেলা স্বাস্থ্য অধিকার ফোনামের উদ্যোগে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা স্বাস্থ্য অধিকারর ফোরামের সহসভাপতি  ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, রুনা শাহীন আরা লেইছ, এমদাদুল হক শাহজাহান।

সংগঠনের সাধারণ সস্পাদক ও ইরার নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সংগঠনের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক ছালমা আক্তার চৌধুরী, প্রচার ও গণমাধ্যম বিষয়ক সম্পাদাক দেওয়ান তাছাদ্দুক রাজা ইমন, হাবিবুর রহমান, অ্যাডভোকেট শাহাব উদ্দিন চৌধুরী, পারভীন আক্তার চৌধুরী, নূরুল হাসান আতাহার বিশ^ম্ভরপুর উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি দিলিীপ কুমার বিশ^াস, বিশ^ম্ভরপুর প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মন, সাংবাদিক কাজী সালেহ আহমদ, জান্নাত মরিয়ম, জাহানারা বেগম প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ হেল্থ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার মোরশেদ আলম।

দিনব্যাপী এ প্রশিক্ষণের প্রশিক্ষক ছিলেন, মো. মুজাহিদুল ইসলাম নয়ন ও আল আমিন শিশির। প্রশিক্ষকদের সার্বিক সহযোগিতা করেন, ইরার প্রোগ্রাম ডিরেক্টর আশিকুর রহমান আশিক।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com