শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভা

সুনামগঞ্জ প্রতিনিধি
  • রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৫৬ এএম

বাংলাদেশ হেল্থ ওয়াচ-এর অনুপ্রেরনায় গঠিত সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ সেপ্টম্বর) রাত ৮ টায় উন্নয়ন সংস্থা এফ্যারটস ফর রুরাল এডভান্সমেন্ট ( ইরা)র সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সংগঠানের সহসভাপতি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, রুনা শাহীন আরা লেইস, এমদাদুল হক শাহজাহান, সংগঠানের নতুন সাধারণ সম্পাদক ডা. সাইকী ইসলাম।

জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ফোকাল পার্সন মো. ফয়সল আহমদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সংগঠনের যুব সম্পাদক সেরুজ্জামান, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক ছালমা আক্তার চৌধুরী, তথ্যায়ন ও গবেষণা সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, প্রচার ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক দেওয়ান তাছাদ্দুক রাজা ইমন, সদস্য অ্যাডভোকেট শাহাব উদ্দিন আহমদ চৌধুরী, অ্যাডভোকেট নাছিরুল হক আফিন্দী,নূরাল হাসান আতাহার,আলাল  উদ্দিন, দা ফারহানা ইমা প্রমুখ।

এর আগে ইরার প্রায়ত নির্বাহী পরিচালক ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম স্মরণে এক শোক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে সর্বসম্মতিক্রমে প্রায়ত সিরাজুল ইসলামের বড় মেয়ে ডা. সাইকী ইসলামকে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com