শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

ইসরাইলের হামলায় ৪ ইসরাইলি বন্দি নিহত: হামাস

আন্তর্জাতিক ডেস্ক
  • সোমবার, ৯ অক্টোবর, ২০২৩, ১১:০৪ পিএম

গাজা উপত্যকায় রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরাইল। অব্যাহত বোমা হামলায় সোমবার (৯ অক্টেবর) সকালে ৪ বন্দি নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

তাদের আটক করে রেখেছিল ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই গোষ্ঠীর এক মুখপাত্র ৪ চার বন্দি নিহতের কথা জানিয়েছে। খবর বিবিসির।

যদিও হামাস ইসরাইল থেকে কতজনকে অপহরণ করে বন্দি করে রেখেছে, সেটার সঠিক কোনো সংখ্যা এখনো জানা যায়নি। ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, এ সংখ্যা কম নয়।

হামাসের পরিকল্পনা রয়েছে, এসব ইসরাইলিদের বিনিময়ে ইসরাইলের কারাগারে আটক ফিলিস্তিনিদের ফিরিয়ে করে আনা হবে। আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ইসরাইলের কারাগারে প্রায় ৫ হাজারের বেশি ফিলিস্তিনি আটক রয়েছেন।

প্রসঙ্গত, ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ তৃতীয় দিনে গড়িয়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩১০ জনের। এর মধ্যে ইসরাইলি ৮০০ জন এবং ফিলিস্তিনিদের সংখ্যা ৫১০ জন। দুই দেশের স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com