শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জে রাজনৈতিক সৌহার্দ্যের র্সংস্কৃতি বিষয়ক কর্মশালা

সুনামগঞ্জ প্রতিনিধি
  • মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩, ১১:২৫ পিএম

সুনামগঞ্জে রাজনৈতিক সৌহার্দ্যের সংস্কৃতি এগিয়ে নেয়ার পরিকল্পনা বিষয় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) সুনামগঞ্জ মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম উদ্যোগে স্থানীয় ও ইউকেএইডের অর্থায়নে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সিলেট আঞ্চলিক অফিসের সহযোগিতায় জগৎজ্যোতি (পাবলিক লাইব্রেরি) মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সভাপতি শাহ আবু নাসেরর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোনাজ্জির হোসেন সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সুনামগঞ্জ মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সহসভাপতি ও সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবর সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, সুনামগঞ্জ জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক হাফেজা ফেরদৌস লিপন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোশাররফ হোসেন, জেলা সেচ্ছাসেবক দল সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল আহাদ জুয়েল, মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের অর্থ সম্পাদক মুহিবুর রহমান মুহিব, জালালাবাদ কলেজ ছাত্রলীগ সহসভাপতি ডা. কনিজ রব্বানি কথা প্রমুখ।

কর্মশালায় আলোচ্য বিষয় উপস্থাপন করেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সিলেট অফিসের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মুহাম্মদ নাইমুর রহমান এবং রিজিওনাল ম্যানেজার মোছাম্মদ রাহিমা বেগম।

বক্তারা বলেন, রাজনৈতিক সৌহার্দ্য সকল রাজনৈতিক দলকে একত্রে কাজের সুযোগ করে দেয়, সমাজে শান্তি ও স্থিতিশীলতা সৃষ্টির ফলে উন্নয়ন তরান্বিত হয়, নাগরিকবৃন্দের রাজনৈতিক দলের উপর আস্থা বৃদ্ধি পায়। সহ বিভিন্ন ছাত্র সংগঠন, তরুণ সংগঠনের সদস্যবৃন্দ।

বক্তারা আরও বলেন, রাজনৈতিক সৌহার্দ্েযর সুনামগঞ্জে সকল শ্রেণী পেশার মানুষজন দল থেকে সম্পর্ক বড় মনে করে। রাজনৈতিক দলে ও কাজে বিভক্ত থাকলেও সম্পর্ক অক্ষুন্ন রাখতে সবাই সচেতন।

বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন হয়, সে বিষয়ে সকলে সচেতন থাকতে হবে। সুষ্ঠু, অবাধ এবং অংশগ্রহণ মূলক একটি নির্বাচন প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com