শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

পুলিশ জনগণের বন্ধু হয়ে উঠেছে: সুনামগঞ্জ পুলিশ সুপার

দেশ ভয়েস ডেস্ক
  • রবিবার, ২২ অক্টোবর, ২০২৩, ১:০০ এএম

সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান বলেছেন, পুলিশ বাহিনী তথ্যপ্রযুক্তি ব্যবহার করে যেমন অপরাধ দমনে কৃতৃত্ব দেখাচ্ছে, তেমনিভাবে কর্মদক্ষতা ও সেবাদিয়ে জনগণের বন্ধু হয়ে উঠেছে। তিনি সুনামগঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

শনিবার (২১ অক্টোবর) দুপুর ১২ টায় পুলিশ সুপারের কার্যালয়ে সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান ও সাধারণ সস্পাদক জাকির হোসেনের নেতৃত্বে সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, বর্তমান সহসভাপতি মো. মাসুক মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন শাহ, কোষাধ্যক্ষ মো. দিলাল আহমদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোসাইদ রাহাত, ক্রীড়া সম্পাদক মনোয়ার চৌধুরী,দপ্তর সম্পাদক ইমরান হোসেন, সদস্য মো. রুহুল আমিন,মোশারফ হোসেন লিট, শাহরিয়ার বাপ্পি প্রমুখ।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com