শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

সিলেট বিভাগে বুধবার হরতালের ডাক যুবদলের

সিলেট প্রতিনিধি
  • মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ১০:২৫ পিএম

সিলেট বিভাগে অবরোধ চলাকালে গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জিলু আহমদ দিলু নিহত হওয়ার ঘটনায় সিলেটে আগামীকাল বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে যুবদল। মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় এ কর্মসূচির ডাক দেয় যুবদল।

সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ তারেক ও সাধারণ সম্পাদক মীর্জা মোহাম্মদ সম্রাট সাংবাদিকদের জানান, জিলু নিহত হওয়ার প্রতিবাদে শুধু সিলেট বিভাগে হরতাল কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

জেলা যুবদলের সভাপতি মুমিনুল ইসলাম মুমিন ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এ কর্মসূচি পালনের জন্য সর্বস্তরের সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com