শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

সময় বাড়ল এসএসসির ফরম পূরণের

দেশ ভয়েস ডেস্ক
  • বুধবার, ৮ নভেম্বর, ২০২৩, ১২:৩১ এএম

মঙ্গলবার (৭ নভেম্বর) পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

আদেশে বলা হয়, ২০২৪ সালের যেসব শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় বসবে তারা জরিমানা ছাড়া এসএসসি পরীক্ষার ফরম পূরণের শেষ সময় ছিল আজ মঙ্গলবার (৭ নভেম্বর) পর্যন্ত। তবে তা একদিন বাড়িয়ে জরিমানা বা বিলম্ব ফি ছাড়া বুধবার (৮ নভেম্বর) পর্যন্ত ফরম পূরণের ফি দিতে পারবেন শিক্ষার্থীরা।

তবে ১০০ টাকা তবে জরিমানাসহ ৯ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা।

এসএসসির ফরম পূরণে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের লাগবে ২ হাজার ১৪০ টাকা। এর মধ্যে বোর্ড ফি ১ হাজার ৬২৫ টাকা ও কেন্দ্র ফি ৫১৫ টাকা।

ব্যবসায় শিক্ষার পরীক্ষার্থীদের গুনতে হবে ২ হাজার ২০ টাকা। এর মধ্যে বোর্ড ফি ১ হাজার ৫৩৫ টাকা এবং কেন্দ্র ফি ৪৮৫ টাকা। আর মানবিক বিভাগের পরীক্ষার্থী প্রতি লাগবে ২ হাজার ২০ টাকা, যার মধ্যে বোর্ড ফি ১ হাজার ৫৩৫ টাকা এবং কেন্দ্র ফি ৪৮৫ টাকা।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com