বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জে বাউল শিল্পী হত্যা মামলায় সাবেক স্বামীর মৃত্যুদণ্ড

সুনামগঞ্জ প্রতিনিধি
  • মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১১:৪৯ পিএম

সুনামগঞ্জে বাউল শিল্পী হত্যা মামলায় সাবেক স্বামী আব্দুল হামিদ মিল্টন (৪২) কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন এ রায় ঘোষণা দেন। ঘাতক মিল্টন সুনামগঞ্জ শহরের ষোলঘর এলাকার মৃত আব্দুর রহমান ওরফে লেম্বু মিয়ার ছেলে।

মামলার বিবরণে জানাযায়, সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঈনপুর গ্রামের মদরিছ আলীর মেয়ে একজন বাউল শিল্পী ছিলেন। রিপা প্রায়ই বাউলা গানের আসরে যেতেন। ফলে স্বামী আব্দুল হামিদ মিল্টনের সঙ্গে প্রায়ই পারিবারিক কলহ হত। কলহের কারণে ২০২২ সালের ৩রা ফেব্রæয়ারি কোর্টের মাধ্যমে রিপা স্বামী আব্দুল হামিদ মিল্টনকে তালাক দেয়। এরপর মিল্টনের বন্ধু গোলজার হোসেনকে বিয়ে করে রিপা। এরপর থেকে গোলজারকে নিয়ে সুনামগঞ্জ শহরের পশ্চিম তেঘরিয়ায় ভাড়া বাসায় বসবাস করতে থাকেন রিপা। এই বছরের ৬ মার্চ বেলা ১১ টার দিকে মিল্টন হঠাৎ রিপার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দাড়ালো অস্ত্র দিয়ে রিপার গলায় কুপ দেয়। এসময় রিপার মেয়ে পাশের বাসা থেকে এসে দরজা ধাক্কাতে থাকে ভেতর থেকে দরজা খুলছে না দেখে প্রতিবেশীদের বিষয়টি জানায় মেয়েটি। সঙ্গ সঙ্গে প্রতিবেশীরা এসে দরজায় ধাক্কাতে থাকলে ঘাতক মিল্টন দরজা খুলে দৌড় দেয়। এসময় মিল্টনের শার্ট রক্তমাখা ছিল।

পরে প্রতিবেশীরা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠায়। পরদিন ৭ মার্চ রিপার বাবা মদরিছ আলী বাদী হয়ে আব্দুল হামিদ মিল্টনকে প্রধান আসামি করে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানী শেষ বিজ্ঞ আদালতের বিচাকর আসামি আব্দুল হামিদ মিল্টনকে মৃত্যুদণ্ড প্রদান করেন।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com