শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

হাসন রাজার মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

সুনামগঞ্জ প্রতিনিধি
  • বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ১০:৩২ পিএম

মরমী কবি হাসন রাজার ১০১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) বাদ আসর হাসন রাজার মাজার সংলগ্ন বায়তুল এহসান গাজীদরগা মসজিদে হাসন রাজা পরিষদের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন হাসন রাজা পরিষদের সভাপতি ও হাসন রাজার প্র-পুত্র সামারিন দেওয়ান, সাধারণ সম্পাদা দেওয়ান তাছাদ্দুক রাজা ইমন, সৈয়দ ফখরুল ইসলাম,আলাল উদ্দি, ওলী উল্লাহসহ মুসল্লিগণ অংশ নেন।

পরে হাসন রাজার মাজার জিয়ারত করেন, হাসন রাজার পরিষদের সভাপতি সামারিন দেওয়ান, সহসভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক দেওয়ান তাছাদ্দুক রাজা, সৈয়দ ফখরুল ইসলাম,আলাল উদ্দি, ওলী উল্লাহ প্রমুখ।

প্রঙ্গত, ১৯২২ সালের ৬ ডিসেম্বর ৬৮ বছর মরমী হাসন রাজার তেঘনিয়াস্থ নিজ বাসভবনে মৃত্যু বরণ করেন তিনি।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com