সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ফ্লাইট থেকে ৩৪ কেজি ৩৫১ গ্রাম স্বর্ণ জব্দ করছে কাস্টমস, শুল্ক গোয়েন্দা ও এনএসআই। যার মূল্য ৩৪ কোটি টাকা। এগুলোর মধ্যে রয়েছে ২৮০টি স্বর্ণের বার ও ৬টি সোনার ডিম।
এঘটনায় বিমানের চার যাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আটককৃতদের পরিচয় জানাযায়নি। কাস্টমস হেফাজতে রয়েছেন।
শুক্রবার(৮ ডিসেম্বর) সকাল ৮টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ২৪৮ ফ্লাইট থেকে এই চালান উদ্ধার করা হয়।
বিমানবন্দর সূত্র জানায়, শুক্রবার সকাল ৮ টা ৩৫ মিনিটে দুবাই থেকে আসা বিজি ২৪৮ বিমানে স্বর্ণের চালান আছে, এমন তথ্যের ভিত্তিতে কাস্টমস, শুল্ক গোয়েন্দা ও এনএসআই সদস্যরা যৌথভাবে বিমানে তল্লাশি করেন। এ সময় বিভিন্ন আসনের নিচে এবং বিমানের ফ্লোর থেকে স্বর্ণের বার ও সোনার ডিম উদ্ধার করেন।