বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

মাহাথির মোহাম্মদের শারীরিক অবস্থার উন্নতি

নিউজ ডেস্ক
  • মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২, ৭:২০ পিএম

মালেশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন তার মেয়ে দাতিন পাদুকা ম্যারিনা মাহাথির।

তিনি জানান, তার বাবার খাওয়ার ক্ষুধা বেড়েছে। তিনি এখন পরিবারের সদস্যদের সাথে হাসি-ঠাট্টায় সময় কাটাচ্ছেন।

মঙ্গলবার ‘দ্য স্টার’কে দেওয়া এক সাক্ষাতকারে ম্যারিনা মাহাথির জানান, বিশ্বের বিভিন্ন রাজনৈতিক নেতাসহ যারা তার অসুস্থতায় পাশে থেকে বার্তা পাঠিয়েছেন; সে বিষয়ে মাহাথির মোহাম্মদ অবগত।

তিনি আরও বলেন, যারা তার পিতার সুস্থতার জন্য প্রার্থনা করেছেন, তাদের সকলের প্রতি তার পরিবার কৃতজ্ঞ।

তবে ড. মাহাথির তার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন না হতে অনুরোধ জানান ম্যারিনা মাহাথির।

আরও কিছুদিন ড. মাহাথির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের বিশেষজ্ঞদের অধীনে চিকিৎসাধীন থাকবেন বলে জানা গেছে।

গত শনিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ড. মাহাথিরকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। এরই মধ্যে গুজব রটে তিনি মারা গেছেন। কিন্তু তার পরিবারের পক্ষ থেকে এই খবর অস্বীকার করা হয়।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com