বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু

দেশ ভয়েস ডেস্ক
  • বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ৮:১৬ পিএম

একদিনে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩ জন এবং ঢাকার বাইরে ১ জনের মৃত্যু হয়েছে। গত একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৭ জন।

বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন এক হাজার ৬৯২ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৯৭৫ জন এবং ঢাকা সিটির বাইরে ৭১৭ জন। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ১৯ হাজার ৮৭৮ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ লাখ ১৬ হাজার ৮৮৯ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৭ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৫৭ জন এবং ঢাকা সিটির বাইরে ১৫০ জন।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com