বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

আন্দোলনে সংহতি জানাতে শাবিতে যাচ্ছেন জাফর ইকবাল

নিউজ ডেস্ক
  • বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২, ১:০১ এএম

শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল এবং তার স্ত্রী অধ্যাপক ইয়াসিয়মন হক।

তারা দুজনই এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। ২০১৯ সালে তারা অবসরে যান।

আন্দোলনকারীদের অন্যতম মুখপাত্র মীর রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে স্যার ঢাকা থেকে রওয়ানা দিয়েছেন। আশা করছি রাত ২টার মধ্যে ক্যাম্পাসে এসে পৌঁছবেন।

মুহম্মদ জাফর ইকবাল ও ইয়াসমিন হকের ক্যাম্পাসনে আসার তথ্য নিশ্চিত করেছেন জাফর ইকবালের ব্যক্তিগত সহকারি জয়নাল আবেদীন। তিনি বলেন, স্যার রাত ৯টার দিকে ঢাকা থেকে রওয়ানা দিয়েছেন। সিলেটে পৌছে তিনি সরাসরি ক্যাম্পাসে আসবেন।

এদিকে, জাফর ইকবাল ও ইয়াসমিন হকের ক্যাম্পাসে আসার সংবাদ ক্যাম্পাসে ছড়িয়ে পড়ার পর আন্দোলনকারী শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করেছেন।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com