শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

গাছের সাথে পিকআপ ভ্যানের ধাক্কা, নিহত ৩

সুনামগঞ্জ প্রতিনিধি
  • মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪, ৫:৩৮ পিএম

সুনামগঞ্জ-সিলেট সড়কের বড়কাপন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাছবাহী একটি পিকআপ ভ্যানের ধাক্কা লেগে নূরুল হক(৪৫), আব্দুল করিম (৫৭) ও আছাব উদ্দিন(৫০) নামের তিন মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এঘটনায় ভ্যান চালক জাহাঙ্গীর(৩০) আহত হয়েছেন।

জয়কলস হাইওয়ে পুলিশের এসআই আব্দুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতাল মর্গে এবং আহত ভ্যান চালককে একই হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন, নিহত নূরুল হক সুনামগঞ্জের দিরাই উপজেলার ছাদিরপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে, আব্দুল করিম শান্তিগঞ্জ উপজেলার উকারগাঁও গ্রামের মৃত মনোহর আলীর ছেলে ও আছাব উদ্দিন জামালগঞ্জ উপজেলার হঠামারা গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে এবং আহত ভ্যান চালক জাহাঙ্গীর শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালি বাজারের ময়না মিয়ার ছেলে।

মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৬ টায় সুনামগঞ্জ-সিলেট সড়কের বড়কাপন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে সুনামগঞ্জের জামালগঞ্জ থেকে পিকআপে করে মাছ বিক্রি করার জন্য সিলেট যাচ্ছিলেন কয়েকজন ব্যবসায়ী। সকাল সাড়ে ৬টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের(ছাতক উপজেলার) বড়কাপন এলাকায় পৌঁছলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান। এ সময় ভ্যান চালক আহত হয়েছেন। নিহত নূরুল হক, আব্দুল করিম ও আছাব উদ্দিনের মরদেহ এবং আহত ভ্যান চালক জাহাঙ্গীরকে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com