শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জে ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

সুনামগঞ্জ প্রতিনিধি
  • মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:১১ পিএম

সুনামগঞ্জে অভিযান চালিয়ে একটি ফার্মেসিকে মেয়াদ উত্তীর্ণ ঔষদ এবং ঔষধের প্যাকেটে লেখা মূল্য কাটার দায়ে একটি ফার্মেসির মালিককে ২০ হাজার টাকা জরিমান করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে শহরের পুরাতন বাসস্টেন্ড এলাকায় সুনামগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান চালায়।

সূত্র জানায়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে সুনামগঞ্জ ভোক্তার অধিকার সংরক্ষণের সহকারি পরিচালক আল আমিনের নেতৃত্বে এ অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ এবং ঔষধের প্যাকেটে লেখা মূল্য কাটার দায়ে হিউম্যান ল্যাবের ফার্মেসির মালিক শহীদ নূরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানে ভোক্তা অধিকারকে সহযোগিতা করেন, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব)-এর সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহান চৌধুরী, ক্যাবের প্রচার ও প্রকাশ সম্পাদক রঘুনাথ করসহ সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ সদস্যরা।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com