“সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এ শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে পালিত হয়েছে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস।
শুক্রবার (২ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কায্যালয়ের সামন থেকে সর্বস্তরের মানুষের অংশ গ্রহনে এক বর্নাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রেজাউল করিম।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার মুহিবুল্লাহ আকন-এর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুব জামান, সুনামগঞ্জ জেলা ক্যাবের সাধারণ সম্পাদক ও জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, শিক্ষক হারুন অর রশিদ প্রমুখ।