১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মার্চ) বিকেল তিনটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ তিন জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল-এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রেজাউল করিম-এর সঞ্চালনায় এসব সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপদযাপন উপলক্ষে আলোচনা করা হয়। পরে ২৫ মার্চ গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নান, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান, বীর মুক্তিযোদ্ধা হাজী নূরুল মোমেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম শেফু, জেলা রোভার কাউটস কমিশনার ও পৌর কলেজের সহকারি অধ্যাপক শাহ আবু নাসের, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট বিমান রায়, জেলা শিশু কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ও জেলা প্রসেক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, বাংলাদেশ টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু,সুনামগঞ্জ পৌর সভার সমাজ উন্নয়ন কর্মকর্ত মো. নিজাম উদ্দিন,ব্র্যাকের জেলা সমন্বয়ক একে আজাদ প্রমুখ।
এছাড়াও সভায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।