শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জে দু’টি বন্যা আশ্রয়কেন্দ্রের উদ্বোধন

সুনামগঞ্জ প্রতিনিধি
  • বুধবার, ১৩ মার্চ, ২০২৪, ৯:৫২ পিএম

সুনামগঞ্জে আশ্রয়কেন্দ্র (কিল্লা) ও নারী বান্ধব নিরাপদ বন্যা আশ্রয়কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে সুনামগঞ্জে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল কেল্লার উদ্বোধন করেন।

নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি)’র অর্থয়ানে ও উন্নয়ন সংস্থা এফ্যারটস ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা) ও উত্তরণের উদ্যোগে জেলা দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের বেরীগাঁও গ্রামে একটি কিল্লা এবং অপরটি জেলার শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামের নির্মাণ করা হয়।

দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের বেরীগাঁও গ্রামে একটি বন্যা আশ্রয়কেন্দ্র কেল্লা) উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল ও এনআরসি বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ইউয়িন্ডি ম্যাকেন্স।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এনআরসি বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ইউয়িÐি ম্যাকেন্স, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, দোহালিয়া ইউপি চেয়ারম্যান শামছুল ইসলাম শামীম। এনআরসি প্রোগ্রাম ম্যানেজার গোলাম রব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ইরার নির্বাহী পরিচালক ডা. সাইকী ইসলাম। আরও বক্তব্য রাখেন, এনআরসির হেড প্রোগ্রাম মাইনুল ইসলাম, উত্তরণের চেয়ারম্যান সরদার মো. রেজাউল করিম প্রমুখ। এরপর কেল্লা ব্যবস্থাপনা কমিটির নিকট কেল্লার দলিল পত্র তুলে দেয়া হয়। আলোচনা সভা শেষে কেল্লার প্রধান ফটকে দুটি দেবদারু গাছের চারা রূপন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল।

প্রসঙ্গত, উন্নয়ন সংস্থা এফ্যারটস ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা)র উদ্যোগে জেলার দোয়ারা বাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের বেরীগাঁও গ্রামের এবং ও উত্তরণের উদ্যোগে জেলার শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও গ্রামের ঠাকুর ভোগ গ্রামে আশ্রয়কেন্দ্র(কিল্লা) ও নারী বান্ধব নিরাপদ বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com