শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

সুনামগঞ্জ প্রতিনিধি
  • শনিবার, ১৬ মার্চ, ২০২৪, ১২:০৮ এএম

“স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্বতার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি” এ শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে পালিত হয়েছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস। শুক্রবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. আল আমিন, নিরাপদ খাদ্য কর্মকর্তা মো.শরীফ উদ্দিন, সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) ওয়ালী আশরাফ খান,কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সুনামগঞ্জ জেলা কামটির সাধারণ সম্পাদক ও জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী প্রমুখ।

উন্মুক্ত আলোচনায় অংশ নেন, রেস্টুরেন্ট মালিকদের পক্ষে মো. সুজাত আহমদ, ব্যবসায়ী পাকি চৌধুরী, মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি সহিবুর রহমান প্রমুখ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন,জেলা প্রশাসকের কার্যলয়ের সহকারি কমিশনার মো. মহিবুল্লা আকন, জেলা তথ্য অফিসের ভারপ্রাপ্ত উপপরিচালক আব্দুস ছত্তার, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সানামগঞ্জ জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট নাসিরুল হক আফিন্দী, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, সুনামগঞ্জ ক্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ, দেওয়ান তাছাদ্দুক রাজা ইমন, সহসাংগঠনিক সম্পাদক রঘুনাথ করসহ ফল ব্যবসায়ী, সবজি ব্যবসায়ী,গরুর মাংস ব্যবসায়ী, মোরগ ব্যবসায়ীগণ।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com