শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

সুনামগঞ্জ প্রতিনিধি
  • সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ১২:১০ এএম

পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা ও পুরষ্কার বিতরণের মধ্যদিয়ে সুনামগঞ্জে পালিতে হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।

রোববার (১৭ মার্চ) সকাল ১০টায় সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘন প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ করে জেলা প্রশাসসনসহ বিভিন্ন দপ্তর রাজনৈতি, সামাজিক সাংষ্কৃতি সংগঠন।

জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবালে নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ’র নেতৃত্বে জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক নোমান বখত পলিনের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন নেতৃত্বে জেলা স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা পরিষদ, জেলা যুবলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা পুষ্প স্তবক অর্পণ করেন।

পরে জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামানিক, জেলা আইনজীবী সমিতির সভাপতি নজরুল ইসলাম শেফু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট চান মিয়া, বীর মুক্তিযোদ্ধা হাজী নূরুল মোমেন, যুদ্ধাহত বীর মুক্তিয়োদ্ধা আবু সুফিয়ান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল আবেদীন।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার অভ্র জ্যোতি বাড়লের সঞ্চালনায় অনুষ্ঠানে শিশু বক্তা হিসেবে বক্তব্য রাখেন, দশম শ্রেণী শিক্ষার্থী সাহিবা রহমান শাইরী ও ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রূপনীল সাদিক চৌধুরী।

আলোচনা সভায় শেষে বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক রচনা প্রতিযোগীতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com