বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্যদিয়ে সুনামগঞ্জে গণহত্যা দিবস পালিত হয়েছে। সোমবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপ লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) বিজন কুমার সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোহাম্মদ রেজাউল করিম, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার মো. মুহিবুল্লাহ আকনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ প্রমুখ।
এর আগে সকাল ১০ টায় সুনামগঞ্জ পিটিআই বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।