ডেমোক্রেসি ইন্টারন্যাশনার-এর অনুপ্রেরনায় গঠিত সুনামগঞ্জ মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ মার্চ) বিকলে ৫ টায় সুনামগঞ্জ শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ সম্পাদক শাহ আবু নাসেরের সভাপতিত্ব সভায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা পরিষদ সদস্য ও জেলা বিএনপির সহসভাপতি মো. রেজাউল হক, জেলা পরিষদ সদস্য ফৌজি আরা শাম্মী, মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সহসভাপতি ও জেলা ক্যাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শাহজাহান চৌধুরী।
মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোনাজ্জির হোসেন সুজনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দা ফারহানা ইমা, জেলা মহিলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি সম্পাদক সৈয়দা রুমা নাসের, মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের কোষাধ্যক্ষ মুহিবুর রহমান মুহিব, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক ফারুক আহমাদ সুজন প্রমুখ।
আলোচনা সভা সমন্বয় করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল- এর সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ নাঈমুর রহমান।
পরে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুল আলম শাহীন সহ মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের নেতৃবৃন্দ অংশ নেন।