শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা বিদস পালিত

সুনামগঞ্জ প্রতিনিধি
  • মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ১০:৫২ পিএম

‘সচেতনতা স্বীকৃতি মূল্যায়ন: শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে পালিত হয়েছে ১৭ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস।

মঙ্গলবার(২ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের ফটক থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচারক সূচিত্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।

শহর সমাজসেবা কর্মকর্তা শাহীনুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিলিক্ত জেলা প্রশাসক (সার্বিাক) মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক ও জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, অঠিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক শাফাতুল হক চৌধুরী, উন্নয়নকর্মী সুবিমল চত্রবর্তী চন্দন, আরডিএসএ’র নির্বাহী পরিচালক মিজানুল হক সরকার।

সভার শুরুতে দিবসটি তাৎপর্য তুলে ধরে সুনামগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. তানজিল হক।

আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের মধ্যে সহায়ক উপকরণ ও চিত্র অংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com