সুনামগঞ্জের ১২টি উপজেলা ও চারটি পৌরসভায় প্রায় ৪ সহস্রাধিক ঈদ-উল-ফিতরের অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৮ টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়ও সুনামগঞ্জ শহরে ১৭ স্থানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।
এদিকে, সকাল ৮ থেকে সাড়ে ৯ টার মধ্যে জেলার ১২টি উপজেলার বিভিন্ন ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, সকাল ৮টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে ঈদে প্রধান জামায়াতে অংশনেন সুনামগঞ্জ-৪ অসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিক, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবা, সুনামগঞ্জ জেলা প্রশাসক ও কেন্দ্রীয় ঈদগাহ ও জামে মসজিদের সভাপতি মোহাম্মদ রাশেদ ইকবালসহ সর্বস্তরের মুসল্লিরা।
সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ও জামে মসজিদের সম্পাদক নূরুর রব চৌধুরী বার্তাবাহককে জানান, কেন্দ্রীয় ঈদগাহে প্রধান ঈদের জামায়াতে ইমামতি করেন সুনামগঞ্জ কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফিজুর রহমান।
নূরুর রব আরও জানান, সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের এক সঙ্গে ৭ হাজার মুসল্লি নামাজ আদায় করেছেন।
ঈদের জামাত শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।