ডেমোক্রেসি ইন্টারন্যাশনার-এর অনুপ্রেরনায় গঠিত সুনামগঞ্জ মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় সুনামগঞ্জ জগৎজ্যোাতি পাঠাগার (পাবলিক লাইব্রেরি) মিলনায়তনে এ মিটিং অনুষ্ঠিত হয়।
মিটিং-এ সংগঠনের সংগঠনের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা সুনামগঞ্জের পরিবেশ ও জনস্বাস্থ্যের উন্নতি বিষয় নিয়ে চারটি গ্রুপে বিভিন্ন প্রস্তাবনা ও সমাধানকল্পে বিস্তারিত লিখিতভাবে তুলে ধরেন।
সংগঠনের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ সম্পাদক শাহ আবু নাসেরের সভাপতিত্ব সভায় বক্তব্য রাখেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুসনা হুদা, মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের উপদেষ্টা পরিষদ সদস্য ও জেলা বিএনপির সহসভাপতি মো. রেজাউল হক, জেলা পরিষদ সদস্য ফৌজি আরা শাম্মী, মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সহসভাপতি ও জেলা ক্যাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শাহজাহান চৌধুরী।

মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোনাজ্জির হোসেন সুজনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দা ফারহানা ইমা, জেলা যুবদলের সাংগঠনিক সম্সংপাদক কামরুল হাসান রাজু, মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের যুগ্ম সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আহাদ জুয়েল, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সংগঠনের দপ্তর সম্পাদক ও জেলা যুবদল নেতা আজিজুর রহমান সৌরভ, জেলা মহিলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি সম্পাদক সৈয়দা রুমা নাসের, মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের কোষাধ্যক্ষ মুহিবুর রহমান মুহিব, ছাত্রদল নেতা রাহুল প্রমুখ।
মিটিং সমন্বয় করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল- এর সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ নাঈমুর রহমান এবং তাকে সহযোগিতা করেন ইলেক্টরাল প্রোগ্রাম এসোসিয়েট মাহতাব উদ্দিন চৌধুরী।