শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

স্বাস্থ্য সেবার মানোন্নয়নে সুনামগঞ্জে পরিকল্পনা সভা

দেশ ভয়েস ডেস্ক
  • বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ১০:৫২ পিএম

স্বাস্থ্য সেবার মানোন্নয়নে চাই সমত, জবাবদিহিতা ও অংশগণহন এশ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জ পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) সকাল ১০ টায় শহরের হাছননগরস্থ ইরার কার্যালয়ে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্যোগে ও উন্নয়ন সংস্থা এফ্যারট্স ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা) এবং বাংলাদেশ হেল্থ ওয়াচের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি ও জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ হেল্থ ওয়াচের প্রোগ্রাম ডিরেক্টর শেখ মাসুদুল আলম, প্রোগ্রাম ম্যানেজার রাজেশ অধিকারী, সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া৷, আয়োজক সংগঠনের সহসভাপতি এমদাদুল হক শাহজাহান, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক ছালমা আক্তার চৌধুরী, প্রচার ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক দেয়ান তাছাদ্দুক রাজা চৌধুরী ইমান, যুব বিষয়ক সম্পাদক সেরুজ্জামান, অর্থ সম্পাদক আলাল উদ্দিন, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি দিলীপ রঞ্জন বিশ্বাস।

জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ফোকাল পার্সন ফয়সল আহমদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, ইরার প্রোগ্রাম ডিরেক্ট আশিকুর রহমান আশিক, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহসভাপতি স্বপন কুমার বর্মণ, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামে সদস্য দ্রুটদ চৌধুরী নূপুর, নুরুল হাসান আতাহার, সৈয়দা ফারহানা ইমা, রুহুল আমিন প্রমুখ।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com