শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

তাহিরপুরে পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু

সিলেট প্রতিনিধি
  • বুধবার, ৫ জুন, ২০২৪, ১২:১৩ এএম

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাকাটুকিয় গ্রামের বন্যার পানিতে ডুবে মহিনুর (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৪ই জুন ) বিকেলে এ ঘটনা ঘটে।

মহিনুর তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের টাকাটুকিয়া গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে।

স্থানীয়রা জানান,মহিনুর দুপুরে ঠেলা জাল নিয়ে নদীতে মাছ ধরতে যান। মাছ ধরা শেষে বাড়ি ফেরার সময় ছোট খাল সাঁতার দিয়ে পারাপারের সময় খালে অতিরিক্ত স্রোত থাকার কারণে তিনি নিখোঁজ হয়ে যান। গ্রামবাসী অনেক খোঁজাখুঁজির পর বিকেলে নদীর চড়ে মহিনুরের মরাদেহ ভেঁসে উঠে।

তাহিরপুর থানার ওসি শেখ নাজিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com