শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জে ২৪ ঘন্টায় ৩৬৫ মিলিমিটার বৃষ্টিপাত

সুনামগঞ্জ প্রতিনিধি
  • সোমবার, ১৭ জুন, ২০২৪, ১১:৩৫ পিএম

গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জে ৩৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রোববার(১৬ জুন) সকাল ৯ টা থেকে সোমববার (১৭) সকাল ৯টায় এ বৃষ্টিপাত রেকর্ড করে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, সোমবার সকাল ৯টায় সুরমা নদীর সুনামগঞ্জ ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি ৮ দশমিক ০০ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যা বিপদ সীমার ২০ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পওর-১ মামুন হাওলাদার জানান, গত তিনদিনে ভরতে চেরাপুঞ্জিতে এক হাজার ২০৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

তিনি জানান, সুনামগঞ্জে রোববার সকাল ৯ টা থেকে সোমবার সকাল ৯ টা পর্যন্ত ৩৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

মামুন হাওলাদার আরও জানান, আগামী ২৪ ঘন্টার ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে, ভারতের ওই অঞ্চলের ভারী বৃষ্টিপাত হলে সুরমা নদীতে পানি বৃদ্ধি পাবে।

তিনি জানান, বর্তমানে হাওরের পানি ধারণ ক্ষমতা কমে গেছে। একারণে নি¤œাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানাযায়, ১৫ মে পর্যন্ত হাওরের ফসলরক্ষার জন্য সুরমা নদীর পানি বিপদ সীমা হিল ৬ দশমিক ৫০ সেন্টিমিটার এবং ১৫ মে’র পরে বিপদ সীমা হচ্ছে ৭ দশকি ৮০ সেন্টিমিটার। ৭ দশমিক ৮০ সেন্টিমিটার অতিক্রম করলেই বর্ষাকালে সুরমা নদীরন পানি বিপদ সীমা ধরা হয়।

এদিকে, ভারী বৃষ্টিপাতে সুনামগঞ্জ শহরের নতুনপাড়া, বড়পাড়া, উত্তর অরপিননগর, কাজি পয়েন্ট ও ষোলঘরসহ কয়েকটি এলাকার সকড় ডুবে গেছে।

অপরদিকে, দুপুর ১২ টায় সুরমা নদীর পানি ছাতক পয়েন্টে ৯ দশমিক ৭৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যা বিপদ সীমার ১১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ৮ দশমিক ৮৬ সেন্টিমিটার হলে সুরমা নদীর ছাতক পয়েন্টে বিপদ সীমা ধরা হয়।

সূত্র আরও জানায়, গত ২৪ ঘন্টায় ছাতকে ১৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বার্তাবাহককে জানান, ভারী বৃষ্টিপাতে শহরের নি¤œাঞ্চল প্লাবিত হয়েছিল। বেলা বাড়ার সাথে সাথে পানি নামতে শুরু করেছে। পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। তবে ভারী বৃষ্টিপাতের আবাস রয়েছে। এ ক্ষেত্রে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়াও বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে মোকাবেলান জন্য জেলা প্রশাসনের সব ধরনে প্রস্তুতি রয়েছে।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com