বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

চাঁদপুরের ডাকাতিয়া নদীতে ট্রলার-বাল্কহেড সংঘর্ষ, নিহত ৫

নিউজ ডেস্ক
  • সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২, ১২:৪৫ পিএম

চাঁদপুরের মমিনপুর এলাকায় ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেড ও মাটিবাহী ট্রলারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শাহেদুল ইসলাম বলেন, ভোরে ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে বাল্কহেড ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১১ জন নিখোঁজ হন। পরে ছয়জন সাঁতরে তীরে উঠলেও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- আওয়াল (৫০), মোবারক (৪৫), নাসির (৩২), আল-আমিন (৩৫) ও নজরুল (৩৫)। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com