বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

সুনামগঞ্জ প্রতিনিধি
  • রবিবার, ৭ জুলাই, ২০২৪, ৫:৫৬ পিএম

সুনামগঞ্জে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। রোববার বেলা ১১টায় (৭ জুলাই) সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্যোগে ও সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয় ও উন্নয়ন সংস্থা ইরার সহযোগিতা এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রঙ্গারচর ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ও জেলা ক্যাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শাহজাহান চৌধুরী, এনজিও সংস্থা ইরার প্রজেক্ট ডিরবক্টর মো. আশিকুর রহমান, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের প্রচার ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক দেওয়ান তাছাদ্দুক রাজা চৌধুরী ইমন, সদস্য মো. রুহুল আমিন, ইরার প্রজেক্ট অফিসার মো. ফয়সাল আহমদ, মনিটরিং অফিসার মো. ফজলুল করিম।

এ মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন সুনমগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সনজিত রঞ্জন তালুকদার, এসএসিএমও আল জান্নাতুল ফেরদৌস।

এ মেডিকেল ক্যাম্পে পৌনে দুই শতাধিক বন্যার্ত রোগীদের ফ্রি ব্যবস্থাপত্র ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com