স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, সারা দেশে হাসপাতালগুলোতে যারা চিকিৎসক হিসেবে দীর্ঘদিন ধরে আছেন, তাদের তালিকা করছে মন্ত্রণালয়। কে কোন পর্যায়ে চিকিৎসক হিসেবে থাকবেন তা নির্ধারণ করা হচ্ছে। যার যেখানে থাকার কথা তাকে সেখানে বদলি করা হবে। দীর্ঘদিন ধরে এক হাসপাতালে থাকার কোনও সুযোগ নেই।
শনিবার (১৩ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল ও স্থানীয় ক্লিনিক পরিদর্শন শেষে মন্ত্রী এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হাসপাতালে সেবা নিতে এসে কোনো রোগী যেন অবহেলার শিকার না হয়, সেদিকে সবার খেয়াল রাখতে হবে। আর কোনো অভিযোগ প্রমাণিত হলে কাউকে ছাড় দেয়া হবে না।’
এদিকে মন্ত্রী আসার খবরে কাগজপত্র ঘাটতি থাকায় সদরসহ বিভিন্ন উপজেলার বেশকিছু ক্লিনিক বন্ধ করে পালিয়ে যান মালিকরা। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ব্যবসা করতে গেলে সব কাগজপত্র বৈধ থাকতে হবে। তা না হলে স্বাস্থ্য বিভাগ ব্যবস্থা নেবে। এখন একদিন বন্ধ করছে; তখন সারাজীবনের জন্য বন্ধ করতে বাধ্য হবে।’
এ সময় ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান খান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার উপস্থিত ছিলেন।