শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

দেশ ভয়েস ডেস্ক
  • মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ১১:২৬ পিএম

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে মূল্য নিয়ন্ত্রণে সুনামগঞ্জে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে সাড়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে শহরের পুরাতন জেলা রোড, সবজি বাজার, মোরগের হাট, গরুর মাংসের দোকান ও ফল হাটে অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. আল আমিনের নেতৃত্ব এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অংশ নেন, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব)Ñএর সুনামগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট নাসিরুল হক আফিন্দী, সহসভাপতি মো. দিলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সাংবাদিক শাহজাহান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান তাছাদ্দুক রাজা চৌধুরী ইমনসহ সাধারণ শিক্ষার্থীরা।

দ্রব্যমূল্য না থাকায় আমানের সবিজ ভান্ডারকে ১ হাজার ৫ শত টাকা ও জাকিরের ফলের দোকানকে এক হাজার টাকা এবং ময়লা আবর্জনা ফেলে রাখার অপরাধে এক মোরগ ব্যবসায়ী মাহমুদ আলীকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানার বিষয়টি ভোক্তা-অধিকারের সুনামগঞ্জ জেলা কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com