বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী পালিত

সুনামগঞ্জ প্রতিনিধি
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১২:২৪ এএম

সুনামগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনিষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. মো. জসিম উদ্দিন, ইলামিক ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশারফ হোসেন,কেন্দ্রীয় মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মফিজুর রহমান, সদর উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা প্রমুখ।

জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারি কমিশনার রওশন আহমদের সঞ্চালনা কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা জহুরুল ইসলাম এবং হামদ ও নাত পরিবেশন করেন, মাওলানা মাহবুব আলম।

এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল হক মুন্সি, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরীসহ বিভিন্ন আলেম উয়ালামাগণ।

আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন, সুনামগঞ্জ ইসলামিক ফাউন্ডশনের ট্রেইনার আশরাফ উদ্দিন।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com