শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জে গ্যাস সিলিন্ডারের দোকানে আগুন

সুনামগঞ্জ প্রতিনিধি
  • রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১১:২৮ পিএম

সুনামগঞ্জে সদর উপজেলায় গ্যাস সিলিন্ডারের দোকানে অগ্নিকাÐের ঘটনা ঘটেছে। রোববার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার রাধানগর পয়েন্টে তৈয়বুর রহমান নামে এক ব্যক্তির গ্যাস সিলিন্ডারের দোকানে এ অগ্নিকাÐে ঘটনা ঘটে।

গ্যাস সিলিন্ডারের দোকানের পাশে থাকা আরও কয়েকটি দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। গুদামে ৩ হাজার ৮০০টি গ্যাস সিলিন্ডার ছিল বলে দাবি করেছেন ওই ব্যবসায়ী। এঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সুনামগঞ্জ ও বিশ্বম্ভরপুর স্টেশনের ৪টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। তবে দোকানটি গ্যাস সিলিন্ডার ভর্তি থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। ফায়ার সার্ভিসের পাশাপাশি রেড ক্রিসেন্টের ১৭ জন স্বেচ্ছাসেবক ও শতাধিক গ্রামবাসী ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতা করেছেন।

প্রত্যক্ষদর্শী ও আশপাশের কয়েকজন দোকানি জানান, সন্ধ্যার আগে হঠাৎ গ্যাস সিলিন্ডারের দোকানে আগুন দেখতে পান তারা। দৌড়ে দোকানে গিয়ে দেখেন ভয়াবহ আগুন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তাৎক্ষণিকভাবে তারা ঘটনাস্থলে এসে আগুণ নেভানোর কাজ শুরু করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সুনামগঞ্জ সদর স্টেশনের ওয়্যারহাউস পরিদর্শক সুবল দেবনাথ জানান, আমরা বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের সংবাদ পাই। খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরবর্তীতে বিশ্বম্ভরপুর স্টেশন থেকে আরেকটি ইউনিট এসে যোগ দেয়। আমাদের মোট ৪টি ইউনিট মিলে প্রায় দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত তদন্ত করে পরবর্তীতে জানা যাবে।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com