শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জে বিশ্ব খাদ্য দিবস পালিত

সুনামগঞ্জ প্রতিনিধি
  • বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ১১:২০ পিএম

‘উন্নত জীবন ও সুন্দর ভবিষ্যতের জন্য খাদ্যের অধিকার’ এ শ্লোগানকে নিয়ে সুনামগঞ্জে পালিত হয়েছে বিশ্ব খাদ্য দিবস।

বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় শহরের একটি অভিজাত গেস্ট হাউসের মিলনায়তনে সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ও উন্নয়ন সংস্থা এফাাইভিডিবি’র সহযোগিতায় দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোমের সভাপতিত্বে
অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য জেলা সহকারি খাদ্য নিয়ন্ত্রক বিএম মুশফিকুর রহমান, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক(শষ্য) মো. শওকত উসমান মজুমদার, সুনামগঞ্জ জেলা রাইটস টু ফুড নেটওয়ার্কের সভাপতি অধ্যক্ষ পরিমল কান্তি দে।

এফআইভিডিবির প্রজেক্ট কোঅর্ডিনেটর মো. হাসনাইন-এর পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা হাওর বাচাও আন্দোলনের সভাপতি ইয়াকুব বখত, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শাহজাহান চৌধুরী, ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক আ স ম ফজলুল করিম সাঈদ, উন্নয়ন সংস্থা রাস-এর নির্বাহী পরিচালক দ্রæপদ চৌধুরী নূপুর,আরডিএসএ’র নির্বাহী পরিচালক মিজানুল হক সরকার প্রমুখ। আলোচনা সভা শেষে এক র‌্যালি শহরের কাজির পয়েন্ট এলাকা প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে একই মিলনায়তনে সুনামগঞ্জ জেলা রাইটস টু ফুড নেটওয়ার্কের এক সভা সংগঠনের সভাপতি অধ্যক্ষ পরিমল কান্তি দে’র অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এই বিভাগের আরো খবর
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com