সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি বলেছেন, বালু ও পাথর আমাদের জাতীয় সম্পাদক। এই সম্পকে যারা লুণ্ঠন করে তাদের বিরুদ্ধে আসমাদের ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। তিনি বলেন, এরা অত্যন্ত শাক্তিশালী ও ভঙ্কর ফেরোসেস। এই বালু খেকো, পাথর খোকো, ভূমি খেকো ও পাহাড় খেকোদের বিরুদ্ধো সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
সোমবার (২৮ অক্টোবর) দুপুর ১ টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলার হাছন রাজা মিলনায়নে জেলা প্রশাসন আয়োজিত সুনামগঞ্জ জেলার বিভিন্ন নদীতে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে অংশীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী আরও বলেন, নদী থেকে কোন যন্ত্র মানে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা যাবে না। যদি ইজারাদারও হয় তাহলে তিনিও যন্ত্র দিয়ে বালু ও পাথর উত্তোলন করতে পারবেন না।
বিভাগীয় কমিশনার আরও বলেন, আমরা সামাজিক আন্দোলন গড়ে তুলে যেভাবে বাল্য বিবাহ, এসিড সন্ত্রাস প্রতিরোধ করেছি। একইভাবে বালু খেকো, পাথর খোকো, ভূমি খেকো ও পাহাড় খেকোদের বিরুদ্ধো সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
এসময় বিভাগীয় কমিশনার সরকারি সম্পত্তি রক্ষনা-বেক্ষণে প্রশাসনকে সহযোগীতা করার জন্য স্থানীয় এলাকাবাসীসহ ও সুশীল সমাজের ব্যক্তিদের এগিয়ে আসার আহŸান জানান।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সমর কুমার পালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান, সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) ছব্বির আহমেদ আকুঞ্জি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেলে নূর আলী, জামায়াত নেতা সিরাজুল ইসলাম অলি, সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ্য শেরগুল আহমেদ, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, বেলার সিলেট বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ শাহেদা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের সমন্বয়ক,আবু সালেহ মোহাম্মদ নাসিম, আব্দুল্লাহ আল গণি।
এছাড়াও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি আবু নাছের, সাধারণ সম্পাদক শওকত হোসেন, সুনামগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র অন্দোলনের শিক্ষার্থী উসমান গণি, জিহাদ জুবায়ের, বাংলাদেশ ট্রেড ইউনিয়নের সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, সুনামগঞ্জ পরিবেশ অন্দোলনের সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদসহ বিভিন্ন বারিকী শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।