জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর পৌণে ১২ টায় পুরাতন বাসস্টেশন এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহ্য যাদুঘরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে ও সদস্য নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মল্লিক মঈন উদ্দিন সোহেল, রেজাউল হক, অ্যাডভোকেট শেরে নূর আলী, আনসার উদ্দিন প্রমুখ। র্যালিতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অংগ সংগটনের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বিএনপির নেতৃবৃন্দ সুনামগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানান।