বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

“এই নদী এই মাটি” গানের সিডি’র মোড়ক উন্মোচন

সুনামগঞ্জ প্রতিনিধি
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ১১:৫৯ পিএম

অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও সুনামগঞ্জের সাবেক জেলা প্রশাসক ড. মোহাম্মদ আলী খানের রচিত গানের সিডি “এই নদী এই মাটি” এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে এ সিডির উদ্বোধন করা হয়।

সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অন্তবর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল¬াহ পান্না। বিশেষ অতিথির বক্তব্য, রাখেন, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও পুলিশ সংস্কার কমিশনের সদস্য মো. ইকবাল হোসেন।

জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হাসান চৌধুরী পাবেলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, লোক গবেষক সুভাষ উদ্দিন প্রমুখ।

আলোচনা সভা শেষে “এই নদী এই মাটি” এর সিডির মোড়ক উদ্বোধন করেন অতিথিবৃন্দ। পরে স্থানীয় শিল্পীদের অংশ গ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, সুনামগঞ্জে না না বিষয় নিয়ে এই সিডিতে রেকর্ড করা ১০টি গান স্থান পেয়েছে।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com