বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জে ‘পাগল হাসান কুঞ্জ’ উদ্বোধন

দেশ ভয়েস ডেস্ক
  • শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ১২:০৫ এএম

সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে মরহুম বাউল শিল্পী পাগল হাসানের নামে “পাগল হাসান কুঞ্জ” উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮ টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে পাগল হাসান কুঞ্জ’র উদ্বোধন করেন অন্তবর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না।

এসময় অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও সুনামগঞ্জের সাবেক জেলা প্রশাসক ড. মোহাম্মদ আলী খান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও পুলিশ সংস্কার কমিশনের সদস্য মো. ইকবাল হোসেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া উপস্থিত ছিলেন।

পাগল হাসান কুঞ্জ উদ্বোধনের পর শুরু হয় দু’দিন ব্যাপী বাউল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান।

জেলা কালচারাল অফিসার আহসেদ মঞ্জুরুল হাসান চৌধুরী পাবেল জানান, চলতি বছরের ১৮ এপ্রিল জনপ্রিয় বাউল শিল্পী মতিউর রহমান হাসান ওরফে পাগাল হাসান সড়ক দূর্ঘটনায় মারা যান। তার স্মৃতির প্রতি সম্মান দেখিয়ে আজ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে ‘পাগল হাসান কুঞ্জ’ উদ্বোধন করা হয়।

পাবেল আরও জানান, কুঞ্জ উদ্বোধনের পর শুরু হয় বাউল গান। জেলার বিভিন্ন স্তরের বাউল শিল্পীরা রাত ১০টা পর্যন্ত চলে বাউল গান। আগামীকাল সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০টা পর্যন্ত এই কুঞ্জে স্থানীয় বাউল শিল্পীরা বাউল গান পরিবেশন করবেন।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com