বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

অস্কার থেকে ছিটকে পড়ল বাঁধনের সিনেমা

বিনোদন ডেস্ক
  • বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১, ১১:৫২ পিএম

৭৪তম কান উৎসব থেকে শুরু হয়েছিল ‘রেহানা মরিয়ম নূর’র বিজয়রথ। হংকং এশিয়ান ফিল্ম ফেস্টিভালে নিউ ট্যালেন্ট বিভাগে প্রতিযোগিতা করে সেরা চলচ্চিত্রের পুরস্কার অর্জন ছাড়াও দেশে-বিদেশে চলচ্চিত্র সমালোচকদের প্রশংসা পায় বাংলাদেশি পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ সাদের রেহানা মরিয়ম নূর।

সর্বশেষ, ৯৪তম অস্কারে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশ থেকে প্রতিদ্বন্দ্বিতার আশা জাগিয়েছিল। তবে, দর্শকদের নিরাশ করে ৯৪তম অস্কারে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগের সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ পড়েছে রেহানা মরিয়ম নূর।

বুধবার (২২ ডিসেম্বর) অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃপক্ষের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় ৯২টি দেশের চলচ্চিত্র জমা পড়ে। সেখান থেকে বাছাই করে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রাথমিক ভোটের জন্য যে ১৫টি সিনেমার তালিকা প্রকাশ করেছে সেই তালিকায় পাওয়া যায়নি রেহানা মরিয়ম নূর সিনেমার নাম।

অস্কারের এবারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া সিনেমাগুলোর মধ্যে বেশিরভাগই ৭৪তম কান উৎসবের অফিসিয়াল সিলেকশনে পুরস্কার জিতে নিয়েছে। ৯৪তম অস্কারের মূল প্রতিযোগিতা বিভাগে যে চলচ্চিত্রগুলো সংক্ষিপ্ত তালিকায় স্থান করে নিয়েছে তার মধ্যে রয়েছে কান উৎসবে গ্রাঁ প্রিঁ জয়ী ইরানের আসগর ফারহাদির ‘অ্যা হিরো’, ফিনল্যান্ডের জুহো কুয়োসমানেন পরিচালিত ‘কম্পার্টমেন্ট নাম্বার সিক্স’, সেরা চিত্রনাট্য পুরস্কার জয়ী জাপানের রাইয়ুসুকি হামাগুচির সিনেমা ‘ড্রাইভ মাই কার’, সেরা অভিনেত্রীর পুরস্কার জয়ী জোয়াকিম ট্রিয়ার পরিচালিত নরওয়ের চলচ্চিত্র ‘দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড’।

এছাড়াও অস্কারের সংক্ষিপ্ত তালিকায় রয়েছে কানের ৭৪তম আসরের আঁ সার্তে রিগায় জুরি প্রাইজ জয়ী অস্ট্রিয়ার সেবাস্তিয়ান মাইজ পরিচালিত গ্রেট ফ্রিডম, প্রাইজ ফর অরিজিনালিটি জেতা আইসল্যান্ডের ভালদিমির ইওহানসনের ল্যাম্ব, স্পেশাল মেনশন পাওয়া তাতিয়ানা হুয়েসোর মেক্সিকান সিনেমা প্রেয়ারস ফর দ্য স্টোলেন এবং ফিপরেস্কি পুরস্কার জয়ী বেলজিয়ামের লরা বান্দেলের প্লেগ্রাউন্ড। আঁ সার্তে রিগার সেরা ছবি রাশিয়ার আনক্লেন্সিং দ্য ফিস্টসও নেই সংক্ষিপ্ত তালিকায়। এমনকি স্বর্ণ পাম জয়ী ফ্রান্সের ‘তিতান’ও জায়গা পায়নি অস্কারে।

৯৪তম অস্কারের মনোনয়নের ভোট গ্রহণ শুরু হবে ২০২২ সালের ২৭ জানুয়ারি এবং শেষ হবে ১ ফেব্রুয়ারি। চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হবে ৮ ফেব্রুয়ারি। বরাবরের মতো এবারও অস্কারের জমকালো আয়োজনটি অনুষ্ঠিত হবে ২৭ মার্চ হলিউডের হলিউড অ্যান্ড হাইল্যান্ড এর ডলবি থিয়েটারে।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com