কিংবদন্তী অস্ট্রেলীয় ক্রিকেটার এবং সর্বকালের সেরা লেগ স্পিনার শেন ওয়ার্ন মৃত্যুবরণ করেছেন। অস্ট্রেলীয় স্থানীয় সময় শনিবার (৫ মার্চ) থাইল্যান্ডের কোহ সামুইতে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে তার ম্যানেজমেন্ট এজেন্সি। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা বোলার, সর্বশ্রেষ্ঠ লেগ স্পিনার বিবেচনা করা হয়ে থাকে তাকে।
ওয়ার্ন একজন জেনুইন লেগ স্পিনার ছিলেন, সাথে লোয়ার অর্ডারে কার্যকরী ব্যাটিং করতেন। ২০০০-২০০৭ ক্রিকেট বিশ্বে অস্ট্রেলিয়ার আধিপত্যের অন্যতম কারিগর ছিলেন তিনি।
২০১৩ সালে ওয়ার্নকে আইসিসি ক্রিকেট হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছিল। আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক ১৯৯২ সালের ২ জানুয়ারি, ভারতের বিপক্ষে টেস্ট দিয়ে।