বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

ডাচদের হারিয়ে তৃতীয় স্থানে ব্রাজিল

খেলাধুলা ডেস্ক
  • সোমবার, ২৯ আগস্ট, ২০২২, ১১:৫০ এএম

এখন পর্যন্ত অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের শিরোপা জেতেনি ব্রাজিল। সেই মিশনে এবারও বাধা হয়েছে জাপান। সেমিতে হারের পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সোমবার (২৯ আগস্ট) নেদারল্যান্ডসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিলের মেয়েরা। তাতেই বিশ্বকাপে তৃতীয় স্থান নিশ্চিত করে সেলেসাও ফেমেনিরা।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ব্রাজিলের মেয়েদের কাছে পাত্তাই পায়নি টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠা নেদারল্যান্ডস। দুর্দান্ত ফুটবল খেলে ডাচ তরুণীদের ৪-১ গোলে উড়িয়ে বিশ্বকাপের তৃতীয় স্থান দখল করেছে ব্রাজিলের তরুণীরা। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এ টুর্নামেন্টে তৃতীয় হলো সেলেসাও ফেমেনিরা।

কোস্টারিকার ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের মাত্র ৯ মিনিটেই আনা ক্লারা কোনসানির গোলে লিড নেয় ব্রাজিল। তবে সেই গোল শোধ করতে সময় লাগেনি নেদারল্যান্ডসের। ম্যাচের ২১ মিনিটে রোজা ফন গুলের লক্ষ্যভেদে স্কোরলাইন ১-১ হয়ে যায়। প্রথমার্ধে আর গোল পায়নি কোনো দল।

দ্বিতীয়ার্ধে ফিরে ৫৯ মিনিটের মাথায় ফের এগিয়ে যায় ব্রাজিল। এবার গোল করেন কারেন দস সান্তোস দ্য লিমা। তার বিশ মিনিট পর পেনাল্টি থেকে গোল করে স্কোরলাইন ৩-১ করেন তিনি। ম্যাচের শেষ বাঁশি বাজার খানিক আগে ডাচদের জালে হালি পূরণ করেন গি ফার্নান্দেস।

এ জয়ের সুবাদে ২০০৬ সালের পর আবারও অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে তৃতীয় হলো ব্রাজিল। আর টুর্নামেন্টে প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠা ডাচরা সন্তুষ্ট থাকল চতুর্থ স্থান নিয়ে।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com