চট্টগ্রামের লোহাগাড়ায় শিক্ষার মানোয়ন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ উল্যাহ। তিনি লোহাগড়া উপজেলাকে শিক্ষা ক্ষেত্রে এগিয়ে নিতে ছুটে চলছেন বিদ্যালয় থেকে বিদ্যালয়ে।
শরীফ উল্যাহ শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ের মাধ্যমে শিক্ষাদান ও শিক্ষাগ্রহনের মানোন্নয়নে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন। শুধু তাই নয় তিনি পড়া লেখার পাশাপাশি খেলাধুলায়ও শিক্ষার্থীদের প্রেরণা দিয়ে যাচ্ছেন।
খেলাছলে ও আনন্দে শিক্ষার্থীদের শিক্ষাদানে শিক্ষকদের উদ্বুদ্ধ করছেন। শিক্ষার্থীদের মধ্যে নানা শিক্ষামূলক প্রতিযোগীতার মাধ্যমে পুরস্কৃত করেছেন। বিভিন্ন প্রতিযোগীতায় শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছেন শিক্ষাসামগ্রীসহ একটি করে ইউনার্স ব্যাগ। শুধু তা’নয়, শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজখবর, পাঠদান ও পরামর্শও দিয়ে থাকেন তিনি।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে ইউএনও শরীফ উল্যাহ ছুটে যান উপজেলার বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে। সেখানে শিক্ষার্থীদের কাছ থেকে গল্পেরছলে নানা বিষয় জেনেনেন। ওই বিদ্যালয়ের ৫ মেধাবী শিক্ষার্থীকে উইনার্স ব্যাগ প্রদান করেছেন। ওই ৫ শিক্ষার্থীরা হলো, অষ্টম শ্রেণির ছামাউল মিম ও আসমাউল হুসনা তামান্না সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইরাম, সালমা ও রাহিল।
ইউএনও শিক্ষার্থীদের ইংরেজীতে দক্ষতা বৃদ্ধিতে তিনি বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছেন। তিনি প্রতিদিনই কোন না কোন বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শন করে শিক্ষার্থীদের ইংরেজীর ওপর দক্ষতা যাচাই করছেন। যারা সঠিক প্রশ্নের উত্তর দিচ্ছে তাদেরকে প্রদান করছেন উইনার্স ব্যাগ। এ ব্যাগের মধ্যে বিভিন্ন লেখকের বইসহ নানা শিক্ষা সামগ্রী দেওয়া হয় পুরষ্কার হিসেবে।
লোহাগাড়ার বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছামাউল মিম জানায়, অনেকদিন যাবত ইউএনও স্যারের দেয়া ইংরেজী শব্দসহ অন্যান্য বিষয়গুলো পড়াশুনা করছি। এবার পুরষ্কার হিসেবে উইনার্স ব্যাগ পেয়ে খুবই ভাল লাগছে। এতে আমাদের ইংরেজী জ্ঞানের ওপর দক্ষতা বৃদ্ধি পাচ্ছে।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হাকিম জানান, ইউএনও স্যার শিক্ষার ওপর দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। এছাড়াও তিনি শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণার সৃষ্টি করছেন।
লোহাগাড়া ইউএনও শরীফ উল্যাহ বলেন, ইংরেজীসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের দূর্বলতা দূর করতে নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে বিজয়ীদের উইনার্স ব্যাগ প্রদানের মাধ্যমে উৎসাহিত করা হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
ইউএনও’র সাথে ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মাহবুব আলম শাওন ভূঁইয়া, লোহাগাড়া প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক পুস্পেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক এইচ এম জসিম উদ্দীনসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।